December 22, 2024, 9:00 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া শহরের অন্যতম স্বনামধন্য বেসরকারীর শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া পাবলিক স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শহরের প্রাণকেন্দ্র কাটাইখানা মোড়ে অবস্থিত কুষ্টিয়া পাবলিক স্কুলের অডিটোরিয়ামে ্ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের চেয়ারম্যান শিক্ষাবিদ লেখক গবেষক ড. আমানুর আমান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ব্যাবস্থাপনা বিভাগের প্রফেসর ড.মাহবুবুল আরফিন, কুষ্টিয়া দূর্নীতি প্রতিরোধ কমিটিরি সাধারন সম্পাদক এসএম কাদেরী শাকিল, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিত সাহা সন্টু, ইবি বাংলা বিভাগের প্রফের ড. বাকি বিল্লাহ বিকুল। অনুষ্ঠানে বক্তব্য স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া পাবলিক স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ সুলতান।
আরো বক্তব্য রাখেন স্কুলের পরিচালক ও দৈনিক কুষ্টিয়া পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক শাহনাজ আমান ও কুষ্টিয়া পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ফারজানা আক্তার ববি।
এদিকে,আমেরিকা প্রবাসী কুষ্টিয়ার সন্Íান জয় মানবিক ইউনিটের কর্ণধার জয় নেহাল কুষ্টিয়া পাবলিক স্কুলের শিক্ষার্থীদের জন্য উপহার সামগ্রী প্রদানের ঘোষণা দেন। অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়
Leave a Reply