December 22, 2024, 9:01 am
=
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বারবার একই ধরনের মিথ্যা অভিযোগ তোলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কিকে সতর্ক করেছে ইরান। রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে তেহরান, বিগত কয়েক মাস যাবত জেলেনস্কি এই অভিযোগ তুলছেন। ইরান বারবার অভিযোগ অস্বীকার করে বলেছে, রাশিয়াকে কিছু ড্রোন দেওয়া হয়েছিল; কিন্তু সেগুলো যুদ্ধ শুরুর আগে।
রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগে ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে।
বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে এক বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়াকে ইরান শত শত ভয়ঙ্কর ড্রোন দিয়েছে যা ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রে জেলেনস্কির এই বক্তব্য ইরানকে ক্ষুব্ধ করেছে। বৃহস্পতিবার জেলেনস্কিকে সতর্ক করে তেহরান বলেছে, ‘ভিত্তিহীন অভিযোগের বিষয়ে ইরানের ধৈর্যের সীমা আছে।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ওয়াশিংটনে গিয়ে জেলেনস্কি তার বক্তব্যে ইরানকে দোষী করেছে এবং অশোভন বিবৃতি দিয়েছে। অথচ, ইউক্রেনসহ সকল দেশের আঞ্চলিক অখণ্ডতাকে আমরা সম্মান জানিয়েছি। মিস্টার জেলেনস্কির জানা উচিত- ভিত্তিহীন অভিযোগের বিষয়ে ইরানের কৌশলগত ধৈর্যের একটি সীমা আছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, কিছু দেশের নেতার আমেরিকার ওপর নির্ভরতার পরিণতি থেকে মিস্টার জেলেনস্কির শিক্ষা নেওয়া উচিত
Leave a Reply