December 21, 2024, 10:33 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে জেলার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। শীতের এই প্রভাব পড়তে শুরু করেছে পাশর্^বতী জেলা কুষ্টিয়াসহ মেহেরপুর, ঝিনাইদহ ও পাবনা জেলাতে।
তিনি জানান, সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আগামীকাল তাপমাত্রা আরও কমতে পারে।
পৌষের শুরুতেই ৯ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও মৃদু হিমেল বাতাসে ঠাণ্ডার মাত্রা কমেনি। ফলে বিপর্যস্ত অবস্থায় রয়েছে এলাকার মানুষ। ঠাণ্ডা বাতাস মিলিয়ে ব্যাহত হচ্ছে চুয়াডাঙ্গার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দুর্ভোগে পড়েছেন এলাকার খেটে খাওয়া মানুষ।
পৌষের শুরুতেই ৯ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
গত কালও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
Leave a Reply