দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মাঠে এক কৃষকের কেটে রাখা ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুস্কৃতিরা। ঘটনা শুক্রবার রাতের।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক রেজাউল ইসলাম।
কৃষক রেজাউল অভিযোগে জানান, চারদিন আগে ধান কাটেন তিনি। ধানের গোড়া না শুকানোর কারনে অন্যসব কৃষকের মতো তিনিও কাটা ধান মাঠে রেখে আসেন শুকানোর জন্য। শুক্রবার রাতে কে বা কারা ঐ ধানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে তার প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
কৃষক রেজাউলি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল বলেন বিষয়টি দুঃখজনক। এ ধরনের ঘটনা গতবছরেও ঘটেছিল বলে তিনি জানান। এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে তিনি জানান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানেিয়ছেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। তিনি ঐ কৃষকের সাধারণ ডায়েরী গ্রহন করেচেন বলে জানান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি