দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মাগুরা জেলায় একটি ফেনসিডিলি বহনকারী পিকআপ ধরতে গিয়ে দূর্ঘটনায় দুই র্যাব সদস্য নিহত হয়েছেন। ঘটনায় ্ পিকআপের ড্রাইভারও নিহত হয়েছে বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার (০৯ ডিসেম্বর) ভোর রাতে সদরের রাউতরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- র্যাব-৬ এর সদস্য ফারুক হোসেন ও আনিসুর রহমান এবং পিকআপ চালক মহিদুল ইসলাম।
র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ জানান, সুনির্দ্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে র্যাব ক্যাম্পের সামনে সিগন্যালে পিকআপটিকে আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু পিকআপটি সিগন্যাল অমান্য করে দ্রæত পালাতে চেষ্টা করে। তখন র্যাব সদস্যরা তাদের ধরার চেষ্টা করে। যখন র্যাবের গাড়িটি পিকআপটিকে ওভারটেক করতে যায়, তখন পিকআপ ড্রাউভার র্যাবের গাড়ির ডানপাশে আঘাত করে। এ সময় দুটি গাড়িই রাস্তার পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় র্যাবের ২ সদস্য নিহত হন। পিকআপের চালকও ঘটনাস্থলে মারা যান। গাড়ি থেকে দেড় হাজার ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ঐ র্যাব সদস্যর ক্যাম্প ঝিনাইদহ চেকপোস্ট পরিচালনা করছিলেন। তিনি জানান দূর্ঘটনাটি মাগুরা সাঁইত্রিশ নামক বাজারে ঘটে। ঘটনাস্থলেই র্যাব সদস্য ফারুক মারা যায় এবং হাসপাতালে আনার পর মারা যান আনিসুর । গুরুতর আহত র্যাবের আরেক সদস্যকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়েছে।
মাগুরা জেনারেল কর্তব্যরত চিকিৎসক এহসানুল হক মাসুম তিনজনের মৃত্যুর বিয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি