December 24, 2024, 6:23 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
এবারের যশোর শিক্ষা বোর্ডে এবার সর্বোচ্চ ৩০ হাজার ৮৯২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যা গত বছরের তুলনায় ১৪ হাজার বেশি। একইসঙ্গে চলতি বছর এই বোর্ডে পাসের হারও বেড়েছে।
সোমবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে এসএসসি পরীক্ষার ফল সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র।
তিনি জানান, যশোর বোর্ডে এ বছর ৩০ হাজার ৮৯২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ১৬ হাজার ৪৬১ জন। যশোর বোর্ডে এটিই সর্বোচ্চ সংখ্যা। এসএসসিতে এতো জিপিএ-৫ পাওয়ার ঘটনা এই বোর্ডে আগে ঘটেনি।
তিনি আরও জানান, এবছর বোর্ডে পাসের হার বেড়ে হয়েছে ৯৫ দশমিক ১৭ শতাংশ। গত বছর এ সংখ্যা ছিল ৯৩ দশমিক ০৯ শতাংশ।
মাধব চন্দ্র রুদ্র জানান, এ বছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৭২ হাজার ৮৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫০১ জন।
Leave a Reply