December 22, 2024, 9:34 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া শহরের অন্যতম বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া পাবলিক স্কুলে ক্লাসপার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় স্কুলের উন্মুক্ত স্টেজে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে জাতিয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পাবলিক স্কুলের চেয়ারম্যান লেখক গবেষক ড. আমানুর আমান।
প্রধান শিক্ষক ফারজানা আকতার ববির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের এম ডি ইমতিয়াজ সুলতান, স্কুলের পরিচালক শাহনাজ আমান, কুষ্টিয়ার জি কে স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: জাকারিয়া, কুষ্টিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাসের শিক্ষক এ এসএম মাসুদুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কুষ্টিয়া পাবলিক স্কুল জেলা শহরে একটি গুরু দায়িত্ব কাঁেধ নিয়ে লক্ষ্য স্থির করেছে। সেটি হলো সঠিক পদ্ধতি অনুসরণ করে বাচ্চাদের শিক্ষা প্রদান। স্কুল কতৃপক্ষ মনে করে শিশুদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে প্রচলিত অনেক পদ্ধতিতেই ভালোমতো পরিবর্তন আনতে হবে। যুগের সাথে উপযোগী করে সাজাতে হবে। সরকারের কারিকুলামের মধ্যে থেকে এই কাজটি করে যেতে হবে।
তিনি বলেন এই স্কুলে যারা লেখাপড়া করছে তারা এই ব্যতিক্রমী পদ্ধতির সুফল পেতে শুরু করেছে। ইতোমধ্যে কয়েকটি ব্যাচ এসএসসি পাশ করে বেড়িয়ে গিয়ে উচ্চ শিক্ষায় ভলো করছে।
ড. আমান শিক্ষকদেরকে শিক্ষার্থীদের প্রতি আরো যতœবান হতে আহবান জানান।
পর স্কৃুলের শিক্ষার্খীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply