October 30, 2024, 8:04 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বর্তমান বৈশি^ক পরিস্থিতি বিবেচনা করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই স্কিম থেকে সরাসরি কৃষি উৎপাদনে জড়িত কৃষকদের কম সুদে ঋণ দেওয়া হবে। ব্যাংকগুলো দশমিক ৫০ শতাংশ সুদে ঋণ নিয়ে কৃষক পর্যায়ে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে বিতরণ করবে।
কৃষি ও পল্লী ঋণ নীতিমালার আওতাভুক্ত ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের সঙ্গে একটি অংশগ্রহণ চুক্তির মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন। এসব ব্যাংকগুলোর চাহিদা, কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা, ঋণ বিতরণের সক্ষমতার উপর ভিত্তি করে কৃষি ঋণ বিভাগ তহবিল বরাদ্দ করবে। কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে দশমিক ৫০ শতাংশ সুদে অর্থ নিয়ে কৃষক পর্যায়ে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক প্রয়োজনবোধে বরাদ্দকৃত তহবিলের পরিমাণ পুনর্র্নিধারণ করতে পারবে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ‘এ তহবিল থেকে ধান চাষ, মৎস্য চাষ, শাক-সবজি, ফল ও ফুল চাষ, প্রাণিসম্পদ খাতের আওতায় পোল্ট্রি ও দুগ্ধ উৎপাদন খাতে ৪ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষকরা। ব্যাংকগুলো নিজ উদ্যোগে কৃষক-গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণ করবে।’
‘ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষিদের অনুকূলে শস্য ও ফসল (ধান, শাক-সবজি, ফল ও ফুল) চাষের জন্য শুধু ফসল দায়বন্ধনের বিপরীতে জামানতবিহীন ২ লাখ টাকা পর্যন্ত ঋণ বিতরণ দিতে পারবে ব্যাংক। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকগুলো এই ঋণ বিতরণ করতে পারবে।’
সার্কুলারে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত এ স্কিমটির মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত। প্রয়োজনে তহবিলের অর্থের পরিমাণ ও মেয়াদ বাড়ানো হবে।
সার্কুলারে বলা হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্যদ্রব্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এতে বিশ্বে খাদ্য সংকটের আশঙ্কা তেরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উৎপাদন বাড়ানো প্রয়োজন।
দেশের ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এ সার্কুলারে বলা হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্যদ্রব্যের মূল্য অস্বাভাবিক বেড়েছে। এতে বিশ্বে খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উৎপাদন বাড়ানো প্রয়োজন। কৃষি খাতে স্বল্প সুদ হারে ঋণ প্রবাহ বজায় রাখার জন্য ৫ হাজার কোটি টাকার একটি স্কিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a Reply