December 23, 2024, 7:47 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেছেন, ডিজিটাল বাংলাদেশের কনসেপ্টই হলো তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা ; ঘাটে-মাঠে,অফিস- আদালতে সবখানেই যেন তথ্যের সরবরাহ থাকে।
তিনি বলেন, আমরা যেন ডিজিটাল বাংলাদেশেই থাকি, এখান থেকে আমরা পিছিয়ে যেতে চাই না এবং যার হাত ধরে এই ডিজিটাল বাংলাদেশ নির্মাণ সম্ভব হয়েছে তাঁর হাতকে যেন আমরা শক্তিশালী করি। তিনি বলেন বর্তমান সরকারের আমলেই তথ্য, তথ্য অধিকার ও তথ্য সুরক্ষা নিয়ে আইন হয়েছে। তিনি মনে করেন এই সরকারের প্রধান জননেত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য সন্তান সজিব ওয়াজেদ জয়ের হাত ধরেই এ দেশ তথ্য প্রযুক্তির চরম শিখরে আরোহন করবে।
তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে শনিবার সকালে প্রশাসনভবনের সামনে হতে আয়োজিত র্যালি শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল চত্বরে এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর এ কথা বলেন।
র্যালিটি প্রশাসন ভবন চত্বর থেকে সকাল ১১টায় শুরু হয়। তথ্য অধিকার বিষয়ক আইন বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত বক্তব্য প্রদান অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, তথ্যের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজকের এই র্যালি। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগ, অফিসকে তথ্য প্রদানে আন্তরিক হবে। একই সাথে সর্তক হতে হবে তথ্য সুরক্ষা নিয়ে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এই বিশ^বিদ্যালয় তথ্য অধিকার নিশ্চিত করতে সকল ধরনের পদক্ষেপ নেবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য অধিকার বিষয়ক আইন বাস্তবায়ন কমিটির সদস্য-সচিব ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইন-চার্জ) ড. আমানুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন,প্রেস প্রশাসক প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ. এইচ.এম আলী হাসান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ নওয়াব আলী ,পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবুল কালাম আজাদ (ভারঃ), হিসাব পরিচালক শেখ মোঃ জাকির হোসেন (ভারঃ), ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি ফয়সাল ছিদ্দিকী আরাফাত, তথ্য কর্মকর্তা উপ-রেজিস্ট্রার মোঃ সাহেদ হাসান(তপ্রজ), বিকল্প তথ্য অধিকার বিষয়ক ফোকাল পয়েন্ট কর্মকর্তাও উপ-রেজিস্ট্রার তারেক মাহমুদ হোসেন (তপ্রজ) প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply