December 23, 2024, 12:50 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভের পরিমাণ এখন ২৬ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি বলেন, রিজার্ভ আমরা গ্রস দেখাই। কিন্তু নেট দেখাতে বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
বুধবার সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গ্রস ৩৪ দশমিক ৩ বিলিয়ন ডলার। এর থেকে ৮ বিলিয়ন ডলার বাদ দিলে যা থাকে সেটিই হচ্ছে নেট রিজার্ভের পরিমাণ।
ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালও জানান, দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গ্রস এখন ৩৪ বিলিয়ন ডলারের কিছু বেশি। সংকট কাটিয়ে আবারও আগের উচ্চতায় পৌঁছাবে রিজার্ভ ভান্ডার।
বাংলাদেশ আইএমএফ এর ঋণ পাচ্ছে জানিয়ে এ সময় অর্থমন্ত্রী উল্লেখ করেন, নিজেদের জন্যই সংস্থাটির দেয়া শর্ত বাস্তবায়ন দরকার। আমরা যেভাবে চেয়েছিলাম, আইএমএফ সেভাবেই আমাদের ঋণ দিচ্ছে। আইএমএফের ঋণ আমরা পেতে যাচ্ছি ইনশাল্লাহ।
আ হ ম মুস্তফা কামাল বলেন, আগামী তিন মাসের মধ্যে ঋণ অনুমোদন করবে আইএমএফ। ঋণের পরিমাণ সাড়ে ৪ বিলিয়ন ডলার। সাত কিস্তিতে ২০২৬ সাল পর্যন্ত এ ঋণ আসবে। প্রথম কিস্তি আসবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। বাকি ঋণ প্রতি ছয় মাস অন্তর অন্তর ৬৬০ মিলিয়ন এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইটস) হিসেবে ৬টি সমান কিস্তিতে ২০২৬ সালের মধ্যে পাওয়া যাবে।
বৈশ্বিক মন্দা ও দেশীয় পরিস্থিতি মোকাবেলা করতে সরকার আইএমএফের কাছে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণের আবেদন করেছিল। এর প্রেক্ষিতে গেল ২৬ অক্টোবর ঢাকায় আসে সংস্থাটির প্রতিনিধি দল। বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিএসইসিসহ বিভিন্ন সরকারি দফতরে মতবিনিময় করেন আইএমএফ কর্মকর্তারা। আজ বুধবার তাদের সঙ্গে সচিবালয়ে চূড়ান্ত বৈঠক হয়।
Leave a Reply