October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বরেছেন অসীম চাওয়াটা সাংবাদিকদের যেন প্রত্যাশা না হয়। লোভ যেন তাদেরকে গ্রাস না করে ফেলে। চাহিদা সীমাবদ্ধ রেখে পেশার প্রতি নেশাই যেন সাংবাদিকদের মুখ্য ভাবনা হয়।
তিনি বলেন, সাংবাদিকরা রাজনীতি সম্পর্কে সচেতন হবেন, কিš‘ রাজনীতি যেন তাদেরকে জিম্মি করে ফেলতে না পারে।
আজ (০৮ নভেম্বর) মঙ্গলবার সকাল ১০টায় ভিসি অফিসের সভাকক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাত করতে আসলে ভাইস চ্যান্সেলর তাঁদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সব জায়গায় সেবার সুযোগ পায়। আবার অনেকের ক্ষতি করার সুযোগও তাঁদের আছে। সাংবাদিকতা করার সময় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির দিকটি খেয়াল রাখতেও তিনি উপ¯ি’ত সাংবাদিকদের প্রতি আহŸান জানান।
তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সাংবাদিকের বিশেষ ঘ্রাণশক্তি ব্যবহার করে ব¯‘নিষ্ঠভাবে সংবাদের পিছনের ঘটনাকে তুলে ধরার চেষ্টা করতে হবে। তিনি বলেন সারফেসিং জার্নালিজম নয় কোন ঘটনার পেছনের কারন অনুসন্ধান করে সাংবাদিকতা করলে সেটি বেশী বস্তুনিষ্ঠ হয়।
এ সময় তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইন-চার্জ) ড. আমানুর রহমান, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু হুরাইরা, সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, সহ-সভাপতি রুমি নোমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম রায়হানসহ অন্যান্য সদস্যরা সৌজন্য সাক্ষাৎকালে উপ¯ি’ত ছিলেন।
Leave a Reply