December 22, 2024, 9:43 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেনমোহর হিসেবে ১০১ টি বই নিয়ে কবুল বলে ঘর বাঁধলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী। ছাত্রীটির নাম সুমাইয়া পারভীন অন্তরা। তিনি ইবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগগের সাবেক শিক্ষার্থী। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
অন্তরা ঘর বেঁধেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুহুল হোসেন মিথুনের সঙ্গে। মিথুন একটি সরকারি ব্যাংকে কর্মরত। মিথুনের বাড়িও চুয়াডাঙ্গা জেলায়।
গত শনিবার (২৯ অক্টোবর) পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। ব্যতিক্রমী এই দেনমোহরে বিয়ে অবাক করেছে বরপক্ষসহ সবাইকে। তদের ইচেছ পূরণ হওয়ায় সন্তুষ্টির কথা জানান বর-কনে দুজনই।
অন্তরার সথে কথা বলে জান যায়, মিথুনের সাথে পূর্ব পরিচয় ছিল না। বিয়ে ঠির হবার পর অন্তরা মিথুনকে দেনমোহর নিয়ে তার সিদ্ধান্তের কথা জানান। মিথুন প্রথমে অবাক হলেও তার ইচ্ছে পূরণের প্রতিশ্রæতি দেন।
উভয় পরিবারের অনাপত্তির পর অন্তরা তার দেনমোহরের বিষয়টি তার বাবাকে জানান। প্রথমে বিষয়টিতে অন্তরার পরিবার সামান্য আপত্তি জানালেও শেষ পর্যায়ে মেয়ের ইচ্ছেকে প্রাধান্য দেয় তার পরিবার।
বর মিথুন জানান অন্তরার বাবা স্বয়ং তার পিতাকে দেনমোহরের বিষয়টি জানান। মিথুনের বাবা প্রথমে হতচকিত হলেও পরে মিথুনের কাছ থেকে বিষয়টি জানার পর তিনি রাজি হন।
এরপর অন্তরা মিথুনের পরিবারের হাতে তুলে দেন ১০১টি বইয়ের তালিকা।
মিথুন জানান বইগুলো মেলাতে বেশ কষ্ট পেতে হলেও তার পরিবারের লোকজন বিষয়টি উপভোগও করেছেন। প্রায় দুই মাস ধরে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা বইগুলো সংগ্রহ করেন।
বিয়ের দিন বিয়ে পড়াতে এসে কাজিও প্রথমে বিষয়টি বুঝতে পারেন না। তিনি বিষয়টিতে মৃদ আপত্তিও দেন। কিন্তু উভয় পরিবার বিষয়টিতে সম্মতি দিলে কাজি বইয়ের দাম হিসেব করে বিয়ে পড়াতে চান। এতে অন্তরা আপত্তি জানান। তার মতে মূল্য রয়েছে যে কোন বস্তুই দেনমোহর হতে পারে। কাজি বিয়ে সম্পন্ন করেন।
পুরো বিষয়ে অন্তরা জানান বিয়ের সময় দেনমোহর নিয়ে অনেক দর কষাকষি হয় এবং অনেক উচ্চহারে দেনমোহর নির্ধারণ করা হয়। কিন্তু সেই দেনমোহরের অধিকাংশই অপরিশোধিত থাকে। অন্তরা জানান তিনি মনে করেন এমন উচ্চ দেনমোহরে কাউকে বেঁধে রেখে সংসার করা যায় না, যে ভালোবাসে সে এমনিতেই সঙ্গে থাকবে।
মিথুন বলেন বিষয়টি তার কাছে ভাল লেগেছে। এই সময়ে এসব উদাহরণ সবার মধ্যে ছড়িয়ে পড়–ক। এতে সমাজের উপকার হতে পারে।
Leave a Reply