দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খোকসা উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়মী লীগ প্রার্থী বাবুল আক্তারের জয় হয়েছে।
ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে সাতটার সময় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা উপ-নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়। এতে বাবুল আক্তার পেয়েছেন ২৬ হাজার ৫৯৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মোতাহার হোসেন খোকন ঘোড়া মার্কা প্রতীকের পায় ১৯৯১৮ ভোট। বাবুল ৬৬৭৮ ভোটের ব্যাবধানে জয়ী হন।
এ নির্বাচন নিয়ে অনেক টানাপোড়েন ছিল। বিভিন্ন পক্ষ-বিপক্ষ ছিল। বিশেস করে নৌকার প্রার্থীকে হারিয়ে দেয়ার এক গভীর দুরভীসন্ধি ছিল বিভিন্ন মহলের। যার জন্য শুরু থেকেই নির্বাচনকে ঘিরে নানা ধরনের অপ্রচার, হামলা, মামলার ঘটনা ঘটে।
এমনকি ভোটের দিনের শুরুতেই সংঘর্ষের ঘটনা ঘটানোর অপচেষ্টা হাতে নেয়া হয়।
বাবুল আক্তার বলেন এ নির্বাচন ছিল একটি অগ্নি পরীক্ষার ; সত্য ও মিথ্যার জয় পরাজয়ের। শেষ পর্যন্ত সত্য জয়ী হয়েছে।
বাবুল বলেন তিনি অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান। উপজেলার উন্নয়নে তিনি অঅত্মনিয়োগ করবেন বলে জানান। তিনি উপজেলাবাসীকে ধন্যবাদ জানান তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য। একই সাথে তিনি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি