December 24, 2024, 7:09 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েই অর্থনৈতিক সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঋষি সুনাকের।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ৪২ বছরের ঋষি সুনাক। এর মধ্য দিয়ে দেশটির ২০০ বছরের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হলেন তিনি।
জানা গেছে, ঋষি সুনাক আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। দেশটির রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। সূত্র: বিবিসি
যুক্তরাজ্যের অর্থনৈতিক সংকটকে ‘গভীর’ হিসেবে আখ্যা দিয়ে ঋষি সুনাক বলেন, “তার সর্বোচ্চ অগ্রাধিকার হবে কনজারভেটিভ পার্টি ও দেশের জনগণকে ঐক্যবদ্ধ করা।” একই সঙ্গে যুক্তরাজ্যে স্থিতিশীলতা আনার প্রতিশ্রুতিও দেন তিনি।
সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগের ঘোষণা দিলে এই পদের দৌড়ে তিনজনকে দেখা যায়। তাদের মধ্যে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন আগেই নিজেকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নেন। প্রায় শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যান আরেক প্রতিদ্বন্দ্বী পেনি মরড্যান্ট। কিন্তু তিনি প্রয়োজনীয় ১০০ এমপির সমর্থন যোগাতে না পারায় অবশেষে ঋষিকে সমর্থন দিয়ে নিজেকে প্রত্যাহার করে নেন। এরপরই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভের প্রধান ও দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঋষি।
Leave a Reply