December 22, 2024, 9:03 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শ্বাসরুদ্ধকর সব নাটকীয়তা শেষে জিতলো ভারত। একেবারে শেষ বলে মোক্ষম জয়। পাকিস্তানের করা ১৫৯ রান তাড়া করতে নেমে শেষ বলে জয় তুলে নেয় রোহিত বাহিনী। আর সেটা সম্ভব হয় বিরাট কোহলির বীরত্বে। ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে তিনি শেষ পর্যন্ত ঠাণ্ডা মাথায় ব্যাট করেন। ৫৩ বলে ৬টি চার ও ৪ ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন।
বৃষ্টি নিয়ে যে শঙ্কা ছিল, মেলবোর্নে সূর্য উঁকি দিয়ে তা দূরে করেছে। ভারত-পাকিস্তানের ব্লকবাস্টার বিশ্বকাপ ম্যাচ শুরু হয়েছে নির্ধারিত সময়ে। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত।
ভারত ও পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণে রোববার মুখোমুখি হচ্ছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ২০ ওভারের ক্রিকেটে দুই দল মোট ১১ বার একে অন্যের বিপক্ষে লড়েছে। ভারত জিতেছে সাতবার, পাকিস্তান তিনবার। টাই হয়েছিল একবার, যা বোল আউটে জিতেছিল ভারতীয়রা।
শেষ পাঁচ ম্যাচে ভারত জিতেছে তিনবার, বাকি দুটি পাকিস্তান। সবশেষ ম্যাচে দুবাইতে অনুষ্ঠিত এশিয়া কাপে রোহিত শর্মাদের বিপক্ষে ৫ উইকেটে জেতে বাবর আজমরা।
উত্তাপ ছড়ানো এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেছেন, ‘দেখে ভালো পিচ লাগছে। কিছুটা ঘাস আছে। বল কিছুটা সুইং করতে পারে। আমরা এই সুযোগ নেওয়ার চেষ্টা করবো।’
মোহাম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিনকে নিয়েছে হার্শাল প্যাটেল ও যুজবেন্দ্র চাহালকে বাদ দিয়ে। বাবর আজম তিন ফাস্ট বোলার ও দুজন স্পিনার নেওয়ার কথা জানান, বাকিরা ব্যাটসম্যান। প্রত্যাশিতভাবে দলে ফিরেছেন শাহীন শাহ আফ্রিদি।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, শাদাব খান, হায়দার আলী, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলী, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।
ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও আর্শদীপ সিং।
Leave a Reply