দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে দুই তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হন।
সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের মঙ্গলবাড়ীয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, মহাসড়কের মঙ্গলবাড়ীয়া এলাকায় বাসটি (ঢাকা মেট্রো জ-১১-১৫০৩) নিয়ন্ত্রণ হারায়। এসময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি