দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার আদালত চত্বর থেকে ডাকাতি মামলার এক আসামি পালিয়ে গেছে। রবিবার সকাল ১০টার দিকে আসামিকে কারাগার থেকে আদালত চত্বরে এনে গাড়ি থেকে নামানোর পরপরই সে পালিয়ে যায়। পলাতক ঐ আসামীর নাম আজিজুল শেখ (২৮)।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি গনমাধ্যমকে স্বীকার করেছেন। তিনি জানান আজ মামলার ধার্য তারিখে ওই আসামিকে জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালতে আনা হয়। ভ্যানটি আদালত চত্বরে পৌঁছালে সে কৌশলে পালিয়ে যায়। তাকে আটক করার জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।
পালিয়ে যাওয়া আসামির আইনজীবী সাজ্জাদ হোসেন জানান চুয়াডাঙ্গার দর্শনার একটি ডাকাতি মামলার আসামি হিসেবে আজিজুল ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে আটক ছিল। রবিবার ছিল ওই মামলার ধার্য তারিখ।
তিনি বলেন তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে অন্য আসামিদের সাথে আদালত এলাকায় নিয়ে আসা হয়। তিনি সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি পরপরই জানতে পারেন গাড়ি থেকে নামার পরপরই সে কৌশলে হাতের হ্যান্ডকাপ থেকে নিজের হাত বের করে পালিয়ে যায়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি