December 22, 2024, 5:05 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন জন্ম নিবন্ধন সনদ পেতে সকল জটিলতা দূরীকরণে কাজ করছে প্রশাসন। তিনি বলেন এখনও কিছু কিছু ক্ষেত্রে কিছু জটিলতা কখনও কখনও পরিলক্ষিত হয়। সংশ্লিষ্ট সকল পক্ষ সেটা নিরসনে কাজ করলে সেটাও দর করা সম্ভব।
কুষ্টিয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিক হয়। তিনি বলেন নিবন্ধন সনদ প্রত্যাশীদের ভুলেও অনেক সময় সেবা দিতে বেগ পেতে হয়। এটাও যথাযথভাবে করতে হবে। তিনি সনদ প্রত্যাশীদেরকেও আরো সঠিকভাবে ফরম পূরণ প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানান।
তিনি বলেন বর্তমান সরকার তৃণমূল পর্যায় পর্যন্ত ডিজিটাল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। ভবিষ্যতে যাতে সেবা প্রত্যাশীরা খুব সহজেই ভোগান্তি ছাড়াই জন্ম নিবন্ধন সনদ পেতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
দিবসে এবারের শ্লোগান ছিল ‘নির্ভুল জন্ম মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’।
স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো: আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবগণ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
আলোচনা সভা সঞ্চালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শারমিন নেওয়াজ।
Leave a Reply