December 22, 2024, 6:18 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের খাদ্যের চাহিদা পূরণে গম ও ভুট্টার উৎপাদন বাড়াতে এক হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। সারাদেশে কৃষকদের মাঝে দেয়া হবে এই ঋণ।
এ নিয়ে ইচ্ছুক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে।
অংশগ্রহণ চুক্তিতে স্ব-স্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ স্বাক্ষর করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও জেনারেল ম্যানেজার মো. নূরুন নবী, বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের উপ-পরিচালক মার্জিয়া আক্তার ও যুগ্ম পরিচালক মো. হাসান চিশতী।
গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধিতে এক হাজার কোটি টাকার এই পুনঃঅর্থায়ন স্কিম বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দেবে। অংশগ্রহণ চুক্তি সম্পাদনকারী ব্যাংকসমূহের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে এবং তফসিলি ব্যাংকসমূহ কৃষকদের মাঝে বিতরণ করবে। এছাড়া এ স্কিমের তহবিল গম ও ভুট্টা চাষের উপযোগী অঞ্চলসমূহে বিতরণে অগ্রাধিকার দেওয়া হবে।
মাত্র ৪% সুদে বিতরণ হবে এই ঋণ। চলতি বছরের ডিসেম্বর থেকে ৩ বছরের এ স্কিমের মেয়াদ শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান সংকটের কথা মাথায় রেখে সরাসরি কৃষকদের মাঝে ঋণ বিতরণ করবে ব্যাংকগুলো। বিতরণকৃত ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে ০.৫০ শতাংশ সুদ পরিশোধ করবে কেন্দ্রীয় ব্যাংককে। কৃষকদের কাছ থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদ আদায় করতে পারবে ব্যাংকগুলো। চলতি বছরের ডিসেম্বর থেকে ৩ বছরের এ স্কিমের মেয়াদ শুরু হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন,“গম ও ভুট্ট আমাদের আমদানি করতে হয়। বর্তমানে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে একটি সমস্যা তৈরি হয়েছে। যার কারণে এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করা হয়েছে। যাতে দেশে এসব উৎপাদন করে চাহিদা মেটাতে পারে।
করোনা মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় সম্প্রতি শিল্প ও সেবা খাতের জন্য তৃতীয় পর্যায়ে ৩০ হাজার কোটি টাকার আর্থিক প্রণোদনা ঘোষণা করা হয়েছে।
Leave a Reply