December 22, 2024, 10:22 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
করোনার কারনে বয়স শেষ হয়ে যাওয়া চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০২০ সালের ২৫ মার্চ যেসব প্রার্থীর আবেদনের বয়স অর্থাৎ সাধারণ প্রার্থীর ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা কোটার ৩২ বছর শেষ হয়েছে তারা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত প্রাকাশিতব্য সকল বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন। তবে বিসিএসের আবেদনে বয়সের এ ছাড় থাকছে না।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোভিডের কারণে যেসব মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও জাতীয়কৃত প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি; ফলে ২০২০ সালের ২৫ মার্চ যেসব প্রার্থীর বয়স ৩০ হয়ে গেছে, তারা আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য সব নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তবে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীরা এসব সুযোগ পাবেন না।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Leave a Reply