December 22, 2024, 9:45 am
দৈনিক কুষ্টিয়া অনলইন/
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন আওয়ামী লীগের সামনে ৪টি সমুহ বিপদ। যা মোকাবেলা করার ক্ষমতা আওয়ামী লীগের একার নেই। এই ৪ বিপদ থেকে বাংলাদেশকে রক্ষা করতে ১৪ দলীয় জোটকে শক্তিশালী করার বিকল্প নেই।’ এগুলো হলো বাজার সিন্ডিকেট, সম্পদ লুটকারী, ক্ষমতাবাজি ও অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা।
তিনি বলেন আওয়ামী লীগের একলা চলো নীতিকে আত্মঘাতী বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘১৪ দলীয় জোট মুক্তিযুদ্ধের স্বপক্ষের ও প্রগতিশীল দলগুলোর একটি আদর্শিক জোট। আওয়ামী লীগের একার পক্ষে ৪টি বিপদ মোকাবিলা সম্ভব নয়। তাই ১৪ দলীয় জোটকে শক্তিশালী অবস্থানে নিয়ে আগামী নির্বাচন করতে হবে।
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে সোমবার দুপুরে জাসদের খুলনা বিভাগীয় সম্মেলনে তিনি এ কথা বলেন। বিভাগের ১০টি জেলা ও একটি মহানগর কমিটির নের্তৃবৃন্দকে সাথে নিয়ে ইনু জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন শুরু করেন।
জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি ও স্থানীয় নেতৃবৃন্দ।
ইনু বলেন পরীক্ষিত একটি আর্দশিক জোট ছেড়ে আওয়ামী লীগ কোন দিকে যেতে চায় বুঝতে সমস্যা হচ্ছে। তারা যদি মনে করে প্লাটফরমটির আর তোন প্রয়োজনীয়তা নেই। তারা ভুল করবে। অতীতে এ ধরনের ভুল অনেকেই করেছে। তার মাশুলও দিয়েছে।
তিনি বলেন আওয়ামী লীগ কোন সাধারণ দল নয়। এটা মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী একটি দল। এ দেশ অর্জনের ত্যাগ তাদের ঘরে রাখতে হবে। অন্যের হাতে তুলে দেয়া যাবে না। অন্যরা এর মুল্য অতঅতে বুঝেনি। ভবিষ্যতেও বুঝবে না।
Leave a Reply