দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে (২২) কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোবিন্দপুর এলাকায় তার নিজ বাড়ির অদূরেই এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ইমরানের মৃত্যু হয়।
নিহত ইমরান একই উপজেলার গোবিন্দপুর গ্রামের জুড়োন আলীর ছেলে। পেশায় ইলেক্ট্রিশিয়ান ইমরান পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
ইমরানের পিতা জুড়োন আলী জানান পেশাগত কাজের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হন ইমরান। গোবিন্দপুর মাঠের মধ্যে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে স্থানীয় ফাতেমা ক্লিনিকে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান হত্যার কারন এখনও অজানা রয়েছে। পুলিশ কাজ করছে।
আমানুর আমান
১৬/৯/২০২২
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি