October 30, 2024, 8:04 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইউনিলিভার বাংলাদেশ’র প্রধান নিবার্হী ও ্যব¯’াপনা পরিচালক (এমডি) জাভেদ আখতার কুষ্টিয়া এসেছিলেন। কুষ্টিয়ায় তিনি কুষ্টিয়া সেলস এরিয়ার সকল টেরিটরি ম্যানেজারগন কে সাথে নিয়ে ইউনিলিভারের বিভিন্ন পণ্য সংক্রান্ত মতবিনিময় করেন কোম্পানিটির ডিস্ট্রিবিউটর গ্রীন এন্টারপ্রাইজের কর্মকর্তাদের সাথে।
মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় শহরের খেয়া রেস্তোরায়। গ্রীন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী অজয় সুরেকাসহ এন্টারপ্রইজের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিলিভার কনস্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল) এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যব¯’াপনা পরিচালক (এমডি) কে এস এম মিনহাজ। কর্পোরেট জগত এর এই দুইজন রোল মডেল এর সাথে আরো উপ্সথিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) এর খুলনা বিভাগ এর রিজিওনাল ম্যানেজার মোঃ মাইদুল ইসলাম এবং কুষ্টিয়া সেলস এরিয়া এর এরিয়া ম্যানেজার মোঃ আসিফ আলম বিপুল।
মতবিনিময় সভায় জাভেদ আখতার বলেন ইউনিলিভার বাংলাদেশ এই দেশের মাটি মানুষের সাথে রয়েছে পাঁচ দশকের বেশি সময়। এ প্রতিষ্ঠানকে এখন শুধু ব্যবসায়ী প্রতিষ্ঠান বলা যায় না। এদেশের মানুষের মাঝে এ প্রতিষ্ঠান তার স্বীয় আদর্শ ধরে রেখে বাংলাদেশের সামাজিক ও পরিবেশগত উন্নয়নেরও অংশীদার।
তিনি বলেন গ্রাহকের সন্তুষ্টিই একটি প্রতিষ্ঠানের ব্যবসার মুল লক্ষ্য, মুনাফা তার পরের ব্যাপার। তিনি বলেন জ¦ালানী মুল্য বৃদ্ধির কারনে এ প্রতিষ্ঠানের পণ্যের মুল্যবৃদ্ধি জনিত গ্রাহকের যাতে কোন সমস্যা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে একটি সমন্বয়ের চেষ্টা চলছে।
তিনি কুষ্টিয়ায় এই কোম্পানির ব্যবসায় বাণিজ্য প্রসারে ও পণ্যসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সাথে থাকার জন্য গ্রীণ এন্টারপ্রাইজকে ধন্যবাদ জ্ঞাপন করেন। গ্রীণ এন্টারপ্রাইজকে ধন্যবাদ দেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড এর ব্যব¯’াপনা পরিচালক (এমডি) কে এস এম মিনহাজ।
তারা বলেন গ্রীণ এন্টারপ্রাইজ তার কাজের যোগ্য সম্মান পাবে।
গ্রীন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী অজয় সুরেকা অতিথিদের হাতে লালনের একতারা সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন।
অজয় সুরেকা তার বক্তব্যে ইউনিলিভার বাংলাদেশ’র উর্ধ্বতন কর্মকর্তাদের কুষ্টিয়ায় আতিথেয়তা গ্রহনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এরআগে খেয়া রেস্তোরাঁয় পৌছালে তাঁকে ফুলেল শুভে”ছা জানান খেয়া রেস্তোরাঁর জেনারেল ম্যানেজার সাইদুল বারী টুটুল।
Leave a Reply