December 22, 2024, 10:23 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর স্কুল এন্ড কলেজে বেসরকারী রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ক্যারিয়ার প্ল্যানিং ও একুশ শতকের পেশা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট রবিবার কলেজের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম। তিনি এ সংক্রান্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক, গবেষক ও রমানাথপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ড. আমানুর আমান।
প্রধান অতিথি বলেন আগামীদিনে এই প্রতিষ্ঠান থেকেও আরও একজন মাননীয় প্রধান বিচারপতি হবেন, বিজ্ঞানী হবেন, রাজনীতিবিদ হবেন, একজন ড. আমান হবেন বলে আমি বিশ্বাস করি। প্রযুক্তিনির্ভর এই যুগে বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয়। কোন পেশাকে ছোট করে দেখা যাবে না। নিজের জ্ঞান মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে যুগোপযোগী করে তুলতে হবে নিজেকে। প্রতিযোগিতার মধ্যে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এসময় তিনি বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজকে এই এলাকা থেকে মাননীয় প্রধান বিচারপতি হয়েছেন, যার জন্য আমরা গর্ববোধ করি। আগামীদিনেও এইরকম মহান ও কৃতি মানুষ তৈরি হবে এই প্রতিষ্ঠান থেকে বলে আমি বিশ্বাস করি।
সভাপতির বক্তব্যে ড. আমান বলেন, এই বাংলাদেশ এই রকম থাকবে না। ২০৪১ সালের মধ্যেই দেশ হবে উন্নত বাংলাদেশ। তিনি বলেন বিশ্ব এগিয়ে যাচ্ছে, সঙ্গে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। এখুনি আগামী দিনের স্বপ্ন প্রস্তুত করে নিজেকে সেইভাবে গড়তে হবে। তিনি বলেন একুশ শতক হবে তাদেরই যারা ইংরেজী, বিজ্ঞান ও অংক শাস্ত্রে দক্ষতা অর্জন করবে।
তিনি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান শিক্ষার প্রতি জোর দেয়ার আহবান। তিনি শিক্ষকদের এ বিষয়ে সকল উদ্যোগ গ্রহনের আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমানাথপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রমোশন অফিসার গবেষক ইমাম মেহেদী।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কলেজের শিক্ষার্থী মারুফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রমানাথপুর স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. নূর আলম সিদ্দীকী। সেমিনানের রমানাথপুর স্কুল এন্ড কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply