দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব) স্বতন্ত্র ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। শনিবার বেলা ১২ থেকে ১ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে।
এই ইউনিটের চারটি বিভাগে ৩২০ আসনের বিপরীতে আবেদন করেছে ২ হাজার ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। একটি আসনের বিপরীতে লড়বেন ৬ জন।
শুক্রবার বিকেলে ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এন. এম. এরশাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
দুইটি ভবনে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনুষদ ভবনে ০০০১ রোল থেকে ১২৫১ পর্যন্ত এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনে ১২৫২ রোল থেকে ২০২৬ পর্যন্ত মোট ২ হাজার ২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা গুচ্ছের বাইরে স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট। এতে ২৫ আসনের বিপরীতে (কোটা ব্যতীত) আবেদন করেছে ২৮৬ জন শিক্ষার্থী। একটি আসনের বিপরীতে লড়বেন ১২ জন ভর্তিচ্ছু।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি