দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরের গাংনী উপজেলায় শাশুড়িকে হাঁসুয়া কুপিয়ে হত্যার ঘটনায় বাদশা মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার করমদি গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। বাদশা ওই গ্রামের শিকদার পাড়ার রবিউল হকের ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার সকালে পারিবারিক কলহের জের ধরে বাদশা মিয়া তার স্ত্রী রিমিকে হাঁসুয়া দিয়ে কোপ দিলে শাশুড়ি রঙ্গিলা খাতুন বাঁধা দেন। এতে রাগান্বিত হয়ে শাশুড়ি রঙ্গিলাকে হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর পালিয়ে যান বাদশা। সোর্সের তথ্যের ভিত্তিতে করমদি গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।
বুধবার সকালে বাদশা মিয়াকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি