দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঁজাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচি অনুযায়ী ১৪ আগস্ট রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআন খতম করা হয়। ১৫ আগস্ট সকাল সাড়ে ৯ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং কালো পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান।
এসময় তাঁদের সাথে ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভার:) এইচ. এম. আলী হাসান।
একই সময়ে হলসমূহে পতাকা উত্তোলন করেন স্ব-স্ব হলের প্রভোস্টগণ। পতাকা উত্তোলন শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সকাল ৯.৪৫ মিনিটে প্রশাসন ভবন চত্বর হতে এক শোকর্যালী বের করা হয়। পরে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার ও রেজিস্ট্রার (ভার:)।
ভাইস চ্যান্সেলরের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমিতি, কেন্দ্র অনুমোদিত বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন পরিষদ, বিভিন্ন ফোরাম, বিভিন্ন অনুষদ, হল, বিভাগ, বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিশ^বিদ্যালয়ের সাংবাদিক সংগঠনসমুহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সেখানে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এরপর জাতির পিতার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও বাদ যোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট সকল শহিদের বিদেহী আত্মার শান্তি কামনায় কেন্দ্রীয় মসজিদসহ সকল হল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি