December 22, 2024, 3:18 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দাম বাড়ানোর ঘোষণার সঙ্গে সঙ্গেই কুষ্টিয়ায় পেট্রলপাম্পে বাড়িয়ে দেয়া হয়েছে তেলের দাম। এমনকি কোন কোন পাম্পে নোটিশ ঝুলিয়ে দেয়া হয়েছে তেল নেই বলে।ঐ একই সময়ে পাম্পগুলোতে ভিড় করেছেন ক্রেতারাও।
পাম্পে তেল কিনতে আসা হারুনুর রশিদ আসকারী জানান থেকে (শুক্রবার রাত ১২টার পর) তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। অথচ পাম্পগুলোতে রাত ১১টার পরপরই দাম বাড়িয়ে দেয়া হয়েছে। নেয়া হয়েছে বাড়তি দাম।
শহরের মজমপর এলাকায় বেশ কয়েকটি তেলের পাম্প রয়েছে। সবগুলোতেই একই চিত্র দেখতে পাওয়া গেছে।
কুষ্টিয়া স্টোর নামের একটি পাম্পে ১০টার পর থেকেই তেল নেই বলে জানিয়ে দেয়া হয়েছে। সেখানে দুই লিটারের বেশী কাউকে তেল দেয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন ক্রেতারা। এ ঘটনা আরো কয়েকটি পাম্প স্টেশনে দেখা গেছে।
একটি স্টেশনের ম্যানেজার জানান সবাই বেশী বেশী করে এমনকি প্রয়োজনের বাইরেও তেল দাবি করায় রেশনিং করে তেল দেয়ার চেষ্টা করা হয়েছে।
রাতেই বিভিন্ন পাম্পে প্রচুর মানুষকে
বিভিন্ন সূত্রে জানা গেছে, তেল পাম্প মালিকেরা জানতেন আগে থেকেই যে দাম বৃদ্ধির ঘোষণা আসছে। তাই তারা আগেভাগেই তেল মজুত রেখেছেন। তেল রেশনিং করে তেল বাঁচিয়ে শনিবার থেকে বর্ধিত হারে সেই বিক্রয় করার কৌশল হাতে নেন তারা।
শনিবার সকালে কয়েটি পাম্প ঘুরে এ চিত্র দেখতে পাওয়া যায়।
মোটর সাইকেল চালক আব্দুল মজিদ হগো জানান জমানো তেল সকালে বিক্রি হচ্ছে নতুন দামে। তার ধারনা এক একটি তেল পাম্প এই নতুন বর্ধিত মূল্য ব্যবহার করে কয়েক লক্ষ টাকা মুনাফা বানিয়ে ফেলবেন মাত্র কয়েক ঘন্টার মধ্যে।
কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ মনে করেন দাম সমন্বয় তো সরকারকে করতেই হবে। এবং তা করা হয়েছে। এখন সরকারকে খেয়াল রাখতে হবে যাতে করে বর্ধিত দাম সাধারণ মানুষের উপর বিরুপ প্রভাব তৈরি না করে।
Leave a Reply