দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় রক্্ির পেইন্টের এরিয়া ম্যানেজার লোকমান হোসেনের (৩৬) মরদেহ উদ্ধার করেছে ভেড়ামারা পুলিশ।
ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান বলেন, খবর পেয়ে আজ (বুধবার) সকাল ১০টার দিকে ভেড়ামারা পাইলট স্কুলের কাছ থেকে চটের বস্তায় মোড়ানো লোকমান হোসেনের মরদেহটি উদ্ধার করা হয়। গত ১ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এ ব্যাপারে ২ আগস্ট তার স্ত্রী জিন্নাত আরা টুম্পা ভেড়ামারা থানায় জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, কোম্পানির টাকা তোলার জন্য তিনি ভেড়ামারা গিয়েছিলেন। ১ আগস্ট দুপুর সাড়ে ১২টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
নিহত লোকমান হোসেনের বাড়ি কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায়।
ওসি মজিবুর বলেন, মরদেহটি পলিথিনের ব্যাগের মধ্যে পুরোই চটের বস্তায় মোড়ানো ছিলো। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি হত্যাকান্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।
এদিকে একই দিন সকাল ৯টার দিকে কুমারখালী বাজার থেকে অজ্ঞাত আরো এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন নেই বা হত্যার আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার। মরদেহের পরিচয় ও মৃত্যুর কারন জানতে কাজ করছে পুলিশ।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি