February 5, 2025, 8:56 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
এক জরিপে দেখা গেছে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি গালি দেওয়া এ পর্তুগিজ ফটিবল তারকা রোনালদোকে। অফকমের এক গবেষণায় দেখা যায়, গত মৌসুমের শুরু থেকে গত জানুয়ারি পর্যন্ত ২.৩ মিলিয়ন টুইটের প্রায় ৬০ হাজারই ছিল গালাগালির। আর এই গালাগালির অর্ধেকই ছিল ১২ জন খেলোয়াড়কে উদ্দেশ্য করে। যাদের আট জনই আবার ইউনাইটেডের। অ্যালান টুরিং ইনস্টিটিউটের এই গবেষণায় দেখা গেছে এরা প্রায় সবাই দায়িত্বের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন।
২০২১ সালের ১৩ আগস্ট থেকে ২০২২ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত সময়ের এ জরিপে রোনালদোকে গালি দেওয় হয় ১২ হাজার ৫২০ পোস্টে। এরপরই আছেন ইউনাইটেডের আরেক তারকা হ্যারি মাগুয়েইর। তাকে বাজে মন্তব্য করা হয়ে আট হাজার ৯৫৪ বার। এরপর আছেন মার্কাস রাসফোর্ড, ব্রুনো ফার্নান্দেজ, হ্যারি কেইন ও ফ্রেদ।
অফকম গ্রুপের ব্রডকাস্টিং ও অনলাইন কন্টেন্টের পরিচালক কেভিন বাখর্স্ট এ প্রসঙ্গে বলেছেন, ‘এই ফলাফলগুলো সুন্দর খেলাটির অন্ধকার দিককেই তুলে ধরে। খেলাধুলা কিংবা বৃহত্তর সমাজে অনলাইন অপব্যবহারের কোনো স্থান নেই। এটা মোকাবিলা করার জন্য প্রয়োজন দলীয় প্রচেষ্টা।’
Leave a Reply