প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২২, ১০:০৬ এ.এম
কুষ্টিয়া বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবসের প্রথমদিন মতবিনিময় সভা অনুষ্ঠিত
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে জাতীয় শোক দিবসের মাস ব্যাপী কর্মসূচীর প্রথম দিন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ আগষ্ট সন্ধ্যায় দৈনিক কুষ্টিয়া অনুষ্ঠিত মতবিনিময় সভায় বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি শামসুর রহমান বাবুর সভাপতিত্ব করেন।
পরিষদের যুগ্ম সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ^বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু হলের প্রভোষ্ট অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি বাংলা বিভাগের অধ্যাপক ড.বাকী বিল্লাহ বিকুল কুষ্টিয়া সরকারী গার্লস কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অজয় মৈত্র ও দর্শন বিভাগের অধ্যাপক মো: আলাউদ্দীন, সহকারি অধ্যাপক আবু বকর সিদ্দিক, রাষ্ট্রবিঙ্গান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল কাইয়ূম।
আরো উপস্থিত ছিলেন দৈনিক কুষ্টিয়া ভারপ্রাপ্ত সম্পাদক ও ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশের মহসচিব এস.এম.শামীম রানা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি এস. এস. রুশদী, সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল, স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রোহিদ, পল্লব প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ দেশের যুব সমাজসহ সকল স্তরে ছড়িয়ে দেওয়ার আহব্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার বিভিন্নি পেশাজীবী নেতৃবৃন্দ ও সদস্যগণ।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি