December 28, 2024, 1:30 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবসে মাস ব্যাপী কর্মসূচী গ্রহনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠীত হয়েছে।
৩০ জুলাই সন্ধা সাড়ে ৭ টায় দৈনিক কুষ্টিয়া পত্রিকা অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি সামসুর রহমান বাবুর সভাপতিত্বে ও পরিষদের যুগ্ম সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ^বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু হলের প্রভোষ্ট অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কুষ্টিয়া গার্লস কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অজয় মৈত্র ও সহযোগী অধ্যাপক মো: আলাউদ্দিনম বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা আনন্দ কুমার সেন। শিক্ষক মনিরুজ্জামান সিদ্দিকী আব্দুল কাউয়ুম। আবু বকর সিদ্দিক।
আরো উপস্থিত ছিলেন জয়িতা পুরষ্কার বিজয়ী নারীনেত্রী ও কালপুরুষ যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদের সভাপতি তানজিমা রহমান, দৈনিক কুষ্টিয়া ভারপ্রাপ্ত সম্পাদক ও ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশের মহসচিব এস.এম.শামীম রানা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি এস. এস. রুশদী, সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল, অ্যাড. সাকিব সাদনাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার বিভিন্নি পেশাজীবী নেতৃবৃন্দ ও সদস্যগণ।
বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখা জাতীয় শোক দিবসে মাস ব্যাপী আলোচনা সভা, সেমিনার সহ বিভিন্ন কর্মসূচীগ্রহন করেছে।
Leave a Reply