December 22, 2024, 9:32 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ২০০৯ সালে আওয়ামী লীগ নেতা ও কলেজ শিক্ষক হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে কুষ্টিয়ার একটি আদালত।
ঐ দুই আওয়ামী লীগ নেতা হলেন মেহেরুল ইসলাম (৫০) ও মো. বান্দা ফাত্তাহ মোহন (৫৫)। মেহেরুল ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বান্দা ফাত্তাহ ছিলেন কলেজ শিক্ষক।
একই সাথে আদালত আসামীদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদেরকে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
রবিবার (২৪ জুলাই) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম ৪ আসামির উপস্থিতিতে এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে তারিক, নবীর আলীর ছেলে রায়হান আলী,আব্দুর রশিদের ছেলে সিরাজুল ইসলাম মাসুদ,মোশাররফ হোসেনের ছেলে কামাল রেজা নিপু এবং সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের চাঁদ আলীর ছেলে সিদ্দিক ওরফে বাংলা ভাই।
রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে সিদ্দিক বাদে সবাই আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর কারাদণ্ডপ্রাপ্ত চার আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত ওপর আসামি সিদ্দিক পলাতক রয়েছেন। এ মামলায় ১০ আসামিকে খালাস প্রদান করেছে আদালত।
মামলার চার্জশিট ও আদালত সূত্রে জানা যায়, আসামিদের চাঁদা না দেয়ায় ২০০৯ সালের ১৫ আগস্ট রাত ৯টা ১৫ মিনিটের দিকে ভেড়ামারা শহরের রেলবাজার এলাকায় একটি কাপড়ের দোকানে বসে থাকা অবস্থায় ঐ দুজনকে আসামিরা এলোপাতাড়ি গুলি করে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনার তিন দিন পর ২৮ আগস্ট ভেড়ামারা থানার এসআই শেখ আমিনুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষ ২০১১ সালের ২২ জুলাই আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
Leave a Reply