December 22, 2024, 10:04 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব -১২ কুষ্টিয়া ক্যাম্প।
শুক্রবার (১৫ জুলাই) শনিবার ভোর সাড়ে ৩ টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খান।
গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার মৃত হামিদ মোল্লার ছেলে কাজী সোহান শরিফ (৪০) ও একই এলাকার মৃত খন্দকার হারুন উর রশিদের ছেলে খন্দকার আশিকুর রহমান জুয়েল (৩৫)।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পাবনা নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
এ বিষয়ে র্যাব কোন প্রেস ব্রিফিং করেনি। তবে কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খান স্বাক্ষরিত একটি প্রেস রিলিজে বলা হয়েছে “গ্রেফতারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ যে তথ্য পাওয়া গেছে তা মামলার তদন্তকারী সংস্থার কাজে লাগবে।”
গ্রেফতারকৃতরা ঐ সাংবাদিক হত্যার আসামী কিনা জানতে চাইলে ঐ র্যাব কর্মকর্তা জানান ঐ মামলায় কাউকে আসামী করা হয়নি।
গত ৩ জুলাই রবিবার রাত ৯ টার দিকে সাংবাদিক রুবেল কুষ্টিয়া শহরের বাবর আলী গেট সংলগ্ন নিজ পত্রিকা অফিসে অবস্থানকালে মোবাইলে একটি কল পেয়ে তার অফিস থেকে বের হয়ে এন এস রোডের সিঙ্গার মোড়ের দিকে যান।
এরপর থেকে তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোন নম্বরই বন্ধ ছিল।
ঐ রাতেই রুবেলের ছোট ভাই মাহাবুব রহমান সোমবার কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
সাংবাদিক রুবেল ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমাদের নতুন সময়ের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এ বøকের হাবিবুর রহমানে ছেলে। সাংবাদিকতায় প্রবেশের আগেই রুবেল কুষ্টিয়া মিউনিসিপ্যালিটি মার্কেটে আল মদিনা ভান্ডার নামে ছোট ভাইয়ের সাথে কাঁচামালের আড়ত (পাইকারি) ব্যবসায় জড়িত ছিলেন।
৭ জুলাই) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদীর উপর নির্মাণাধীন কুমারখালী যদুবয়রা সংযোগ সেতুর নিচ থেকে রুবেলের লাশ উদ্ধার করা হয়।
৮ জুলাই রুবেলের চাচা মিজানুর রহমান বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পাবনার ঈশ্বরদি নৌ পুলিশের উপ-পরিদর্শক ও ঐ মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান তারা কুষ্টিয়াতে অবস্থান করছেন। গ্রেফতারকৃতদের বুঝে নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।
Leave a Reply