দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে পুলিশের মহাপরিদর্শক বরাবর স্মারকলিপি প্রদান করেছে সাংবাদিকরা।
বৃহষ্পতিবার (১৪ জুলাই) কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘেরাও কর্মসূচীতে সংহতি জানিয়ে অংশ গ্রহন করেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
এসময় এখনও সাংবাদিকের হত্যাকারীদের গ্রেফতার না হওয়ায় সাংবাদিক সমাবেশ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।
বক্তৃতায় সাংবদিকরা বলেন সাংবাদিক হাসিবুর রহমান রুবেলকে শহরের প্রান কেন্দ্র হতে তুলে নিয়ে পরিকল্পিত ভাবে পেশাদার খুনি দ্বারা হত্যা করা হয়েছে। পুলিশ এখনও এর কোন ক‚ল-কিনারা করতে ব্যর্থ হয়েছে।
সমাবেশের এক পর্যায়ে কুষ্টিয়া পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে সমাবেশস্থলে এসে অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোস্তাফিজুর রহমান সাংবাদিক নেতৃবৃন্দের হাত থেকে স্মারকলিপি গ্রহন করেন এবং দ্রততম সময়ের মধ্যে রুবেল হত্যার ক্লু উদ্ঘাটনসহ জড়িতদের গ্রেফতার বিষয়ে অঙ্গীকার করেন।
সাংবাদিক হাসান আলীর সঞ্চালনায় বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচীতে বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ সভাপতি নুরুন্নবী বাবু, টিভি সাংবাদিক শরীফ বিশ্বাস, প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম মওলা, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক প্রমুখ।
গত ৭ জুলাই হতে নানা কর্মসূচী পালন করে আসছে সাংবাদিকরা।
গত ৩ জুলাই নিখোঁজ হন আমাদের নতুন সময়ের কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রুবেল। ঐদিনই রুবেলের ছোট ভাই মাহাবুব রহমান কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।৭ জুলাই) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদীর উপর নির্মাণাধীন কুমারখালী যদুবয়রা সংযোগ সেতুর নিচ থেকে রুবেলের লাশ উদ্ধার করা হয়।
৮ জুলাই রুবেলের চাচা মিজানুর রহমান বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সাংবাদিক হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া শহরের হাউজিং এ বøকের হাবিবুর রহমানে ছেলে। সাংবাদিকতায় প্রবেশের আগেই রুবেল কুষ্টিয়া মিউনিসিপ্যালিটি মার্কেটে আল মদিনা ভান্ডার নামে ছোট ভাইয়ের সাথে কাঁচামালের আড়ত (পাইকারি) ব্যবসায় জড়িত ছিলেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি