দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। সর্ম্পকে তারা শ্যালক-দুলাভাই। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় জেলার ভেড়ামারা উপজেলার হাওয়া খালি মাঠ এলাকায় ভেড়ামারা-দৌলতপুর সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন সাজ্জাদ হোসেন সজিব (২৩) ও মারুফুল আলম পিয়াস (৩০)।
সজিব মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের বরিয়া গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে এবং নিহত মারুফুল পাবনার ঈশ্বরদী উপজেলার নারিচা গ্রামের শাহ আলমের ছেলে। মারুফুল সজিবের ভগ্নিপতি।
আহত বাপ্পি শেখ (২০) দৌলতপুর উপজেলার জয়রামপুর গোরস্থান পাড়ার মৃত নিজাম উদ্দিনের ছেলে। কাজল রহমান (১৮) একই গ্রামের কামাল হোসেনের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান মঙ্গলবার বিকেল ৫টার দিকে ভেড়ামারা উপজেলার হাওয়া খালি মাঠ এলাকায় ভেড়ামারা-দৌলতপুর সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চারজন আরোহী আহত হন।
তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল শিফট করা হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন জানান চিকিৎসাধীন অবস্থায় মারুফুল মারা যান রাত ৮টার দিকে এবং সজিব মারা যান সাড়ে ৯টার দিকে।
নিহতের স্বজনরা জানান নিহত মারুফুল ঈদ উপলক্ষে শশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। শ্যালক সজিবকে নিয়ে মারুফুল বিকেলে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। মারুফলের এক কন্যা সন্তান রয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি