December 22, 2024, 10:22 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ মনে করেন কুষ্টিয়া নাগরিক কমিটির জেলা বাসীর জন্য অনেক কিছু করণীয় রয়েছে। তিনি বলেন এখানে যাদের সমাবেশ ঘটেছে তাদের সমাজের বিভিন্ন সেক্টরের সাথে প্রতিনিধিত্বমুলক সংযোগ রয়েছে, সমাজের বিভিন্ন বিষয়ের উপর তাদের প্রত্যক্ষ-পরোক্ষ প্রভাব রয়েছে। তিনি বলেন এগুলো কাজে লাগিয়ে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ও ব্যাক্তিত্বের সমাবেশ ঘটিয়ে কাজে আত্মনিয়োগ করতে পারলে একটি টেকসই উন্নয়নে যথাযথ ভুমিকা পালন করা যায়।
সোমবার (১১ জুলাই) তার কুষ্টিয়াস্থ বাসভবনে কুষ্টিয়া নাগরিক কমিটির নির্বাহঅ পর্ষদের নেতৃবৃন্দের সাথে ঈদ পরবর্তী এক ঘরোয়া বৈঠকে হানিফ এ কথা বলেন।
নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহার নেতৃত্বে নিবার্হী পর্ষদ মাহবুবউল আলম হানিফের সাথে বেঠক করেন।
এসময় নাগরিক কমিটির নেতৃবৃন্দ জেলার বর্তমান সময়ে সংঘটতি বেশকিছু বিষয়ে মাহবুবউল আলম হানিফের দষ্টি আকর্ষণ করেন।
হানিফ বলেন যুবসমাজের একটি বড় অংশ মাদকাসক্তিকে জড়িয়ে পড়ছে, একই রকমভাবে কোচিং বাণিজ্য তাদের শিক্ষা জীবনতে ক্ষতি করে দিচ্ছে। তিনি কোচিং-এ মিক্ষা নিয়ে অভিভাবকদের সচেতন করার পরামর্শ দেন। তিনি জেলাজুড়ে সাংস্কৃতিক কর্মকান্ডের প্রবাহকে বেগবান করার উপর জোর দেন। তিনি এ বিষয়ে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে একটি বড় ধরনের কালচারাল ইভেন্ট তৈরি করা যায় কিনা এ নিয়ে নাগরিক কমিটি উদ্যোগ নিতে পারে কিনা ভেবে দেখার আহবান জানান।
তিনি সব ইস্যুতে নাগরিক কমিটিকে ওয়াচডগের ভুমিকা গ্রহনের পরামর্শ দেন।
এসময় নাগরিক কমিটির নিবার্হী পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিবার্হী পর্ষদ সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও ইংরেজী বিভাগের অধ্যাপক ড. শাহিনুর রহমান, নাগরিক কমিটির সহ-সভাপতি হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক সিএ হালিম, ইসলামী বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মনজুর কাদির, দেশ এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক, দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক ও প্রকাশক আব্দুর রশিদ চৌধুরী, কুষ্টিয়া সরকারী কলেজের সাবেক প্রিন্সিপ্যাল প্রাফসর শফিকুর রহমান, নাগরিক কমিটির যুগ্ম সাধারণ ও সনো ডায়াগনোস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শামসুল ওয়াসে, নাগরিক কমিটির কোষাধক্ষ্য দিশার নিবার্হী পরিচালক রবিউল ইসলাম, নিবার্হী পর্ষদ সদস্য আমিন ডায়াগনোষ্টিক এন্ড মেডিকেল সার্ভিসেস’র চেয়ারম্যান শাহনেওযাজ আনসারী মনজু, কুষ্টিয়া চেম্বারের পরিচালক এসএম কাদেরী শাকিল, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিত সাহা সন্টু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন্স ডিভিশনের পরিচালক ড. আমানুর আমান, কুষ্টিয়া বুদ্ধি প্রতিবন্দী বিদ্যালয়ের প্রিন্সিপ্যাল আসমা আহমেদ মিরু ও সান আপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপ্যাল কাজী সামসুন্নাহার আলো।
Leave a Reply