December 28, 2024, 12:27 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রাথমিক তথ্যের ভিত্তিতেই রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে হেনোলাক্সের মালিককে। পুলিশ কর্মকর্তারা বলছেন গাজী আনিস দীর্ঘদিন ধরে তিনি টাকা পাবেন এমন অভিযোগ করে আসছিলেন।
এদিকে রাতেই গ্রেফতার হেনোলাক্স গ্রুপের (আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি) ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন ও পরিচালক ফাতেমা আমিনকে শাহবাগ থানায় হস্তান্তর করেছে র্যাব।
তাদের বিরুদ্ধে করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে নিহত গাজী আনিসের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে নুরুল আমিন ও তার স্ত্রীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।
নজরুল ইসলাম দৈনিক কুষ্টিয়াকে জানান জিজ্ঞাসাবাদ করলেই সত্য বেরিয়ে আসবে।
সোমবার (৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাব এলাকায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ব্যবসায়ী গাজী আনিস। পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। আজ সকাল সোয়া ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়। তিনি ১৯৯৩ সারে জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজার এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে। তিনি একজন কবি।
গত ২৯ মে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে হেনোলাক্স নামে প্রসাধন সামগ্রীর কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওয়ার দাবি করেছিলেন গাজী আনিস।
Leave a Reply