দেশের অন্যতম বুদ্ধিজীবি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে নিয়ে সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের বক্তব্য ‘অসত্য এবং মানহানিকর’ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ।
শনিবার পরিষদের সভাপতি (ভার) প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন এক বিবৃতিতে বলেন গত ৩০ জুন বৃহস্পতিবার মহান জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী দিনে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ অধাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা, অসত্য, বিদ্বেষমূলক ও মানহানিকর বক্তব্য প্রদান করেছেন। নেতৃবৃন্দ এধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মহান সংসদে দাঁড়িয়ে এ ধরনের অজ্ঞানতা ও বিদ্বেষপ্রসূত, অসত্য এবং মানহানিকর বক্তব্য প্রদানের জন্য কাজী ফিরোজ রশিদকে দ্রত ক্ষমা চাইতে হবে। একই সাথে রশিদের ঐ বক্তব্য রেকর্ড থেকে এক্সপাঞ্জ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নেতৃবৃন্দ দাবি জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তি/
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি