দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় সড়কে গাছ ফেলে যানবাহন থামিয়ে দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ ডাকাতির ঘটনায় প্রায় ৩০ লাখ টাকা লুট করেছে ডাকাতদল। রাত ৮ থেকে ৯টা পর্যন্ত ডাকাতির ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি-গহেরপুর সড়কের শালিকচরা মাঠ নামক স্থানে এ ঘটনা ঘটে।
ডাকাতির শিকার ভুক্তভোগীদের বেশীরভাগই পশু ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
জীবননগর উপজেলার গহেরপুর গ্রামের গরু ব্যবসায়ী দাদন আলী জানান জীবননগর উপজেলার শিয়ালমারীতে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক পশুর হাট বসে। আসন্ন ঈদকে সামনে রেখে ইতোমধ্যে কোরবানীর পশু বিক্রয় শুরু হয়েছে সেখানে। দাদন নিজের ১টি গরু ও ২টি ছাগল বিক্রয় করে স্থানীয় পরিবহন যোগে বাড়িতে ফিরছিলেন।
তিনি জানান পথে নানারকমের ভয়ভীতির কারনে পশু ব্যবসায়ীরা সাধারণত একযোগে বাড়ি ফেরার চেষ্টা করেন। তাদের বহরে প্রায় ৩০ জন ছিলেন যাদের বেশীল ভাগই পশু ব্যবসায়ী।
তিনি জানান রাত ৮টার দিকে তারা ডাকাতির কবলে পড়েন। ডাকাতদলের প্রায় ২৫/৩০ জন সদস্য তাদেরকে বহনকারী গাড়িগুলো আটকে দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে সবাইকে জিম্মি করে ফেলে। রাত ৮টা থেকে প্রায় ঘন্টা ধরে ডাকাতি চলে।
এসময় জীবননগর উপজোর গহেরপুর গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াহেদের কাছ থেকে ৯ লাখ, আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের আরেক গরু ব্যবসায়ীর থেকে ১৪ লাখ টাকাসহ বেশ কয়েকজন পথচারির কাছ থেকে সর্বমোট প্রায় ৩০ লাখ টাকা লুট করে নেয়। এদের মধ্যে যারা টাকা দিতে অস্বীকার করে ডাকাতদল তাদের মারধরও করেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবির। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতদল একজনের কাছ থেকে ৯ লাখ টাকা ও অপরজনের থেকে ১৩ লাখ টাকা নিয়ে গেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
পুলিশ ডাকাতির সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। ওসি জানান তদন্ত করে দেখা হচ্ছে।
ঈদের আগে ডাকাতির এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি