December 28, 2024, 3:10 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন মাদক বিক্রেতা ও সেবী দুজনেই আইনের চোখে অপরাধী। এই দুটি শ্রেণীই সমাজকে কলুষিত করছে। তবে এদেরকে অপরাধী ভাবার পাশাপাশি তাদেরকে সুপথে নিয়ে আসতে হবে।
কুষ্টিয়া জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে “মাদক অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস” উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন যারা মাদকের দিকে ঝুঁকে থাকে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তাদেরকে ভাল হবার সুযোগ দিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নাসরিন বানু।
উপস্থিত কুষ্টিয়া জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভীন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী রফিকুল ইসলাম টুকু, ডাঃ আব্দুল্লাহ এমওসিএস ও জেল সুপার প্রতিনিধি।
Leave a Reply