December 22, 2024, 10:22 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঠিক যেমনটি বলা হয়েছিল তেমনটিই ঘটছে। পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে স্বস্তি ফিরেছে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। পাল্টে গেছে পুরো ঘাটের চিত্র। ভোগান্তির ঘাটে হাসি ফুটেছে যাত্রী ও চালকের মুখে।
দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট। এ ঘাট দিয়ে প্রতিদিন লক্ষাধিক যাত্রী ও হাজার হাজার যানবাহন পদ্মা হয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে আসা-যাওয়া করে। ফলে ফেরির অপেক্ষায় ঢাকামুখী যানবাহনগুলোকে দৌলতদিয়া প্রান্তের সড়কে ঘণ্টা কখনো বা দিনের পর দিন আটকে থাকতে হয়।
কোনো প্রকার ভোগান্তি ছাড়াই ফেরির নাগাল পেয়ে খুশি দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের যাত্রী ও চালকরা। মাত্র ১০-১৫ মিনিটের মধ্যেই ফেরির নাগাল পাচ্ছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক।
রোববার সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই দৌলতদিয়া ঘাটে যানবাহনের কোনো সারি নেই। আগে যেখানে প্রতিদিনই ৪-৫ কিলোমিটার যানজট থাকত, সেখানে আজ ঘাট ফাঁকা। যাত্রীবাহী বাস খুবই কম আসছে। যেগুলো আসছে ১০-১৫ মিনিট অপেক্ষা করেই ফেরি পার হয়ে যাচ্ছে।
চালকরা বলেন, এখন স্বপ্নের পদ্মা সেতু দিয়ে বেশির ভাগ যানবাহন পার হবে। এতে যাত্রী দুর্ভোগ যেমন কমবে তেমনি নষ্ট হবে না কাঁচামাল। বর্ষা কিংবা কুয়াশায়ও হবে না দুর্ভোগ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, গতকাল পর্যন্ত দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ ছিল। কিন্তু আজ সকাল থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হওয়ার পর থেকে এই রুটে আগের মতো চাপ নেই। ১০-১৫ মিনিট অপেক্ষা করেই যানবাহন ফেরির দেখা পাচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ডিজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ২১টি ফেরি চলাচল করছে। গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া ঘাট ব্যবহার করে তিন হাজার ৩৪৩টি যানবাহন পারাপার হয়েছে।
তিনি আরও বলেন, রোববার যানবাহনের চাপ কম থাকে। যে কারণে হয়তো আজ চাপ নেই। তবে যানবাহন পারাপার হবে। কিন্তু আগের মতো ভোগান্তি থাকবে না। কয়েকদিন না গেলে ঘাটের অবস্থা বোঝা যাবে না।
তিনি আরও বলেন, সকাল থেকেই এই রুটে ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকের চাপ কম দেখা গেছে। বেশির ভাগ ছোট গাড়ি পদ্মা সেতু দিয়ে পার হওয়াতে দৌলতদিয়া ঘাটের ভোগান্তি অনেকটা কমেছে। বর্তমানে এই রুটে ১৭টি ফেরি চলাচল করছে।
Leave a Reply