December 22, 2024, 7:20 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বৃহস্পতিবার রাত থেকে দৌলতদিয়া ঘাটে যানজট দেখা দিয়েছে। আটকে গেছে প্রায় কয়েকশ যানবাহন। শুক্রবার সকাল ১০টা নাগাদ প্রায় ৫ কিলোমিটার যানজট প্রত্যক্ষ করা গেগেছ। আটকে থাকা এসব যানবাহনের মধ্যে রয়েছে অর্ধশতাধিক যাত্রীবাহী বাস ও পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক।
ঘাট কতৃপক্ষ বলছে পদ্মার পানিবৃদ্ধির কারণে এমনটি হয়েছে। অন্যদিকে নদীতে ¯্রােতের তুলনায় ফেরির গতি কম থাকার কারনেও পারাপারে রয়েছে যথেষ্ট ধীরগতি বলে বলা হচ্ছে।
শুক্রবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টায় ফেরিঘাটের দৌলতদিয়া পয়েন্টে সরেজমিনে দেখা যায়, পদ্মায় তীব্র স্রোত বইছে। স্রোতের কারনে ঘাটে ফেরি ভিড়তে অনেক সময় নিচ্ছে। ফলে লোড-আনলোডে সময় লাগছে বেশী। ঈদের এই আগ মুর্হুতে এই রুটে যানবাহনের সংখ্যাও বেড়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে আটকে রাখা হয়েছে। যাত্রীবাহি বাস, ছোট গাড়ি ও পচনশীল পণ্যবাহী যানগুলোকে দ্রæত পারপারারের ব্যভস্থা করা হয়েছে। বেলা ১২টার মধ্যেই পরিরিস্থিতি স্বাভাবিক হবার দাবি এই কর্মকর্তার।
ওদিকে ঘাটে আটকে গিয়ে দুর্ভোগ চরমে উঠেছে ট্রাক চালকদের। সঠিক সময়ে পণ্য পৌঁছাতে না পারায় ব্যবসায় ক্ষতির কথা বলছেন তারা।
কুষ্টিয়া থেকে ট্রাকচালক হারুনুর রশীদ আসকারী গাজীপুরে যেতে ঘাটে এসে আটকে যান বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে। শুক্রবার আজ ১২টায় পণ্য ডেলিভারি দিয়ে সন্ধ্যার মধ্যে ফেরার কথা ছিল কুষ্টিয়ায়। সেখান তার চাউলের একটি ট্রিক বুক করা রয়েছে যাবেন বগুরা। তিনি জানান তার গাজিপুরে পৌঁছানোয়ই অনিশ্চিত।
ঘাট কতৃপক্ষ জানান বর্তমানে এ নৌপথে ছোট-বড় ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে ফেরিগুলোর দুর্বলতার কথা তারা স্বীকার করছেন।
ঘাট ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান স্রোত তীব্র হলে ফেরির গতি কমে যায়। ফেগিুলোর বয়স প্রায় ৩০ থেকে ৪০ বছরের।
Leave a Reply