দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় এক প্রকৌশলীর বাসা থেকে গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় রবিবার রাতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন মো. তারেকের কাটাইখানা মোড়স্থ আব্দুল জব্বার সড়কের ওই বাসার গেস্ট রুমের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম রুবিয়া (১৪) খাতুন। সে পাশের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ভাতশালা গ্রামের মো. নবীর মেয়ে।
মেয়েটি এক মাস ধরে প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন মো, তারেকের বাসায় গৃহপরিচারিকার কাজ করে আসছিল।
মুন্সি শহিদ উদ্দিন মো. তারেক জানান, বিকেল থেকে ওই গৃহকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। না পেয়ে বাড়ির অন্য সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে নিচ তলার গেস্ট রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে রুবিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, ঘটনার সময় তিনি অফিসে ছিলেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, ওই কিশোরীর মানসিক সমস্যা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। সে কারো সঙ্গে তেমন কথাবার্তা বলত না। মানসিক সমস্যা থেকেই মেয়েটি আত্মহত্যা করে থাকতে বলে তিনি মনে করছেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি