দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার আলাউদ্দিননগর মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন কুষ্টিয়া শহরতলীর হাউজিং সি ব্লক-এর সোহরাব হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৩৮) ও মেয়ে জয়া (১২)। আমেনা একজন গৃহীনি ও মেয়ে জয়া হাউজিং প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
ঘটনায় আহত হয়েছেন আমেনা খাতুনের স্বামী সোহরাব হোসেন।
পুলিশ জানায় সোহরাব শুক্রবার সকালে নিজের মোটরসাইকেল যোগে তার স্ত্রী আমেনা ও কন্যা জয়াকে নিয়ে আমেনার বাবার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া গ্রামে যান। সেখান থেকে রাতে মোটরসাইকেলে করে স্ত্রী ও কন্যাকে নিয়ে ফিরছিলেন। রাত ৯ টার দিকে বালিবাহী একটি ড্রামট্রাক সোহরাবের মোটরসাইকলকে পেছনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটস্থলেই আমেনা ও তার মেয়ে জয়া মারা যান।
সোহরাবকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান হাত ভেঙে গেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জমান তালুকদার জানান নিহতদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ড্রাম টাকের ড্রাইভারকে আটক করা যায়নি।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি