December 21, 2024, 11:04 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার বিশিষ্ট ব্যক্তি, সামাজিক, ক্রীড়া ও ব্যবসা অঙ্গণে সবার পরিচিত মুখ শাকিল মোহাম্মদ কাদেরীকে দেখতে মঙ্গলবার কুষ্টিয়া নাগরিক কমিটির নেতৃবৃন্দ তার বাসায় যান। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। তার স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ খবর নেন। ঢাকার স্পেশালাইজড হসপিটালে হার্টের সফল চিকিৎসা শেষে সোমবার কুষ্টিয়ায় নিজ বাসায় ফিরেছেন শাকিল।
নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির নিবার্হী পর্ষদের সদস্য বিশ্বজিত সাহা সন্টু ও ড. আমানুর আমান।
সম্প্রতি হার্টে মৃদু ব্যথা অনুভব করলে শাকিলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি কয়েকদিন চিকিৎসা নেন। ডাক্তারের পরামর্শে তাকে ঢাকাতে নেয়া হয়েছে। সেখানে তার এনজিওগ্রাম করা হয়। এরপর হার্টের অপারেশনের পরামর্শ দেন চিকিৎসকরা। বরেণ্য হৃদরোগ সার্জন প্রফেসর আব্দুল ওয়াদুদ তার তার অপারেশন সম্পন্ন করেন। ইনটেনসিভ কেয়ারের ৭২ ঘন্টা অতিবাহিত হবার পর ডাক্তাররা তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করে হসপিটাল থেকে রিলিজ করেন।
বর্তমানে তিনি সুস্থ আছেন। তিনি সবার দোয়া কামনা করেছেন।
Leave a Reply