December 22, 2024, 7:26 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নির্বাচন কমিশন (ইসি) ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণায় হামলা চালানোর অপরাধে এটা করেছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন এই প্রথমবার আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করল।
ইসির এক বিজ্ঞপ্তিতে নৌকার প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়।
কমিশন বলেছে, কাইয়ুম শাহরিয়ার জাহেদীর প্রচারণায় হামলা চালিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় খালেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
খালেক ঝিনাইদহ আওয়ামী লীগ জেলা কমিটির সহ-সভাপতি এবং কাইয়ুম জেলা আওয়ামী লীগের আরেক সহ-সভাপতি নাসির শাহরিয়ার জাহেদীর ছোট ভাই। কাইয়ুম নারকেলগাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
ইসি বলেছে, খালেকের অনুসারীরা কাইয়ুমের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে এবং পরে গত ১৮ মে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়। এসব ঘটনায় ইসি খালেকের কাছে ব্যাখ্যা চেয়েছিল। খালেক এর জন্য ইসির কাছে ক্ষমা চান।
এর পর খালেকের সমর্থকরা বুধবার আবারও কাইয়ুমের অনুসারীদের ওপর হামলা চালায়।
এদিকে আওয়ামী লীগ প্রার্থী খালেকের সাথে যোগাযোগ করা হলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন।
Leave a Reply