December 22, 2024, 7:18 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন নিজেকে যোগ্য করে তুলতে হবে, নিজের ভেতরের যোগ্যতাকে শানিত করতে হবে তাহলে দেখবে তুমি নও চাকুরী তোমার পেছনে ঘুরবে। এটা অর্জনের একমাত্র পথ হলো লেখাপড়া।
বৃহস্পতিবার কুষ্টিয়া সরকারী বালিকা মহাবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে হানিফ এ কথা বলেন।
তিনি বলেন উন্নয়ন করতে হলে এগিয়ে যাওয়া বিশ্বকে ধরতে হবে। এর একমাত্র শর্ত সর্বোত্তম যোগ্যতা অর্জন। তার একমাত্র শর্ত হলো মেধার ব্যবহার। মেধাকে বিকশিত করে তা ব্যবহার করতে হলে কঠিন অধ্যবসায় নিয়ে লেখাপড়া করতে হবে।
হানিফ বলেন আমরা বেশীর ভাগ মানুষ শুধু অর্থ-বিত্ত নিয়ে চিন্তা করছি। অর্থ অর্জনের জন্য আমাদের সবকিছু করছি। মনে করছি সকল সুথের মূলে এই অর্থ রয়েছে। কিন্তু জীবনের একমাত্র উদ্দেশ্য অর্থ উপার্জন নয়। কারন অর্থ চুড়ান্তভাবে বিচারে শান্তি এনে দিতে পারে না। অর্থ দিয়ে শান্তি কেনা যায় না।
তিনি শিক্ষার্থীদের বলেন এই ধরনের চিন্তা থেকে দুরে থাকতে হবে। মানুষের মতো মানুষ হবার চিন্তা করতে হবে।
কুষ্টিয়া সরকারী বালিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংদস্য আকম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া সরকারী সিটি কলেজের অধ্যক্ষ আজমল গণি আরজু, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক মাযহারুল আলম সুমন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
Leave a Reply