December 22, 2024, 8:43 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঢাকার স্পেশালাইজড হসপিটালে হার্টের চিকিৎসাধীন কুষ্টিয়ার বিশিষ্ট ব্যক্তি, সামাজিক, ক্রীড়া ও ব্যবসা অঙ্গণে সবার পরিচিত মুখ শাকিল মোহাম্মদ কাদেরীর সুস্থতা কামনা করেছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। ইতোমধ্যে তাকে দেখতে গিয়েছেন কুষ্টিয়ার গণমানুষের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। তিনি শাকিলের চিকিৎসা বিষয়ে খোঁজ খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহনের জন্য চিকিৎসকদের অনুরোধ করেছেন।
কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা শাকিলের সুস্থতা কামনা করেছেন।
শাকিলের সুস্থতা কামনা করেছেন সম্মিলিত সামাজিক জোট’র চেয়ারম্যান, কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক, দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক লেখক ও গবেষক ড. আমানুর আমান ও সম্মিলিত সামাজিক জোট’র সমন্বয়কারী এ্যাডভোকেট মোহাইমিনুর রহমান পলল।
সম্প্রতি হার্টে মৃদু ব্যথা অনুভব করলে শাকিলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি কয়েকদিন চিকিৎসা নেন। ডাক্তারের পরামর্শে তাকে ঢাকাতে নেয়া হয়েছে। সেখানে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি স্ট্যাবল বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।
Leave a Reply