দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রাশেদ হেলাল রাকুর কিডনি রোগে সহায়তা হিসেবে অনুদান প্রদান করেছে কুষ্টিয়া নাগরিক কমিটি।
রবিবার কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এস এম মুস্তানজিদের চেম্বারে এই সহায়তা গ্রহন করেন রাকু ও তার পরিবার।
নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জানান রাকুকে পঁচিশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। এ অর্থ তার ডায়ালাইসিস এবং অন্যান্য খরচের জন্য এককালীন অনুদান। তিনি জানান তার কিডনি সংযোজনের সময় প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এসময় নাগরিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ওয়াসে, নিবার্হী পর্ষদের সদস্য আব্দুল খালেক, শাহনেওয়াজ আনসারী মনজু, বিশ্বজিত সাহা সন্টু ও ড. আমানুর আমান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি